প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বড় কালিবাড়ি মন্দিরের সামনে ২৫ জন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, ডিবি (ওসি) শ্যামল কুমার দত্ত, সদর থানার (ওসি) মোশাররফ হোসেন, কালিবাড়ির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী।