সংবাদ শিরোনাম:
এবারের পুজাটি যেন নতুন বাংলাদেশের পুজা হয়….উপদেষ্টা ফরিদা আখতার গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০
আদিবাসী নারীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আদিবাসী নারীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : ঘাটাইলে আদিবাসী নারীকে নির্যাতনের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহা সড়কের উপজেলা পরিষদের গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয।

বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের সভাপতি রুপচান বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ঝন্টু গোস্বামী, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং,বাংলাদেশ ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক ফাতেমা রহমান বিথী,ফুলবাড়িয়া থানার আদিবাসী নেতা অখিল বর্মন, ভিকটিমের প্রতিনিধি মহানন্দ বর্মন, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন নেতা রতন কুমার রায়, বাংলাদেশ কোচ আদিবাসী মধুপুর শাখার নেতা দেবেন্দ্র নাথ বর্মন, গাজীপুর জেলা আদিবাসী নেতা স্বপন কুমার দত্ত, আদিবাসী সমিতির সাধারন সম্পাদক অনিক মৃধা, বাংলাদেশ কোচ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সহসভাপতি চন্দন কোচ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাগরদীঘি ইউনিয়নের সভাপতি অনিল বর্মন সাধারণ সম্পাদক স্বপন বর্মন প্রমুখ। মানববন্ধন শেষে অভিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে শহড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

উল্লেখ, চুরির অপবাদে সন্ধ্যা রানী (৩৫) নামে বর্মন সম্প্রদায়ের এক আদিবাসী নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে। ভিকটিম সন্ধ্যা রানীর ছেলে পলাশ (৮) ঘটনার ১৫ দিন আগে মালির চালা গ্রামের মনিরুল ইসলাম ভূইয়ার বাড়ি থেকে ঘুড়ি বানানোর জন্য পত্রিকা নিয়ে আসে। হঠাৎ মনিরুলের বাড়ি থেকে স্বর্ণ ও টাকা-পয়সাসহ মূল্যবান কাগজপত্র চুরি যায়। চুরি সন্দেহে ৩ জানুয়ারি পলাশকে তারা ধরে নিয়ে মারধর করেন এবং মালামাল চুরি করে তার মায়ের কাছে জমা দিয়েছে এ ধরণের কথা বলতে চাপ দেয়। ভয়ে পলাশ স্বীকার করে। পরে শনিবার মামলার আসামিরা সন্ধ্যা রানীর বাড়িতে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তাকে বাড়ি থেকে ধরে এনে করিম ভূইয়ার বাগানে গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতন করে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840