সোহেল রানা: গত ৪ আগস্ট সকালে টাঙ্গাইল শহরের বিবেকআনন্দ হাইস্কুল ও কলেজের সামনে (বটতলা) বৈশম্য বিরোধী ছাত্র-জনতা বিশাল মিছিলে গুলি বর্ষন করে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এতে দুই ছাত্র গুলি বিদ্ধ হয় ও বেশ কয়েকজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়। পরে ছাত্র-জনতার ধাওয়ায় মুখে আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই গুলি ও হামলার নির্দেশ দিয়েছিলেন বিবেকআনন্দ স্কুল এ্যন্ড কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আনন্দ মোহন দে । মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সংবাদে লিখিত ভাবে বিষয়টি জানিয়েছেন বিবেকআনন্দ স্কুল এ্যন্ড কলেজের প্রভাষক মো. আবু দাউদ। সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ আনন্দ মোহন দের বিরুদ্ধে স্কুল এন্ড কলেজের বিপুল পরিমান অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলে ধরা হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ঐতিহ্যবাহী বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ, প্রায় শতবর্ষী একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসাবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) ও তার স্ত্রী জনাব রওশন আরা খান দায়িত্ব পালন করে আসছেন। আওয়ামী পরিবার কেন্দ্রিক সভাপতির ছত্রছায়ায় অধ্যক্ষ আনন্দ মোহন দে শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেন। এমন কি অধ্যক্ষ আনন্দ মোহুন দে গভর্নিং বডির সভাপতি (ভিপি জোয়াহের) এর হাত ধরে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের উপ- দপ্তর সম্পাদকের পদ লাভ করেন। এর পর হতে শিক্ষা প্রতিষ্ঠানটিকে অধ্যক্ষ আনন্দ মোহন দে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করে আসছেন। রাজনৈতিক পদ পদবি ও ক্ষমতার অপব্যবহার করে অধ্যক্ষ আনন্দ মোহন দে প্রতিষ্ঠানের বিভিন্ন দুর্নীতি, স্বজন-প্রীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থ তছরুপ ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছেন।
লিখিত বক্তব্যে উল্লেখ্য আরও জানানো হয়, গত ০৪ আগষ্ট সকাল ১১টায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার সমন্বয়ে এক শান্তিপূর্ণ মিছিল বের হয়। শান্তিপূর্ণ মিছিলে অধ্যক্ষ আনন্দ মোহন দে এর নির্দেশে তাঁর নিজ অফিস কক্ষে (দোতলা ভবন) টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসী বাহিনী পিস্তল ও দেশীয় অস্ত্র, দা, কুড়াল, চাপাতি, লোহার রড নিয়ে পূর্ব থেকেই অবস্থান গ্রহণ করে। বৈষম্য বিরোধী আন্দোলনকে প্রতিহত করার উদ্দেশ্যে মিছিলটি বিবেকআনন্দ হাইস্কুল এন্ড কলেজের নিকট আসলে উক্ত অফিস কক্ষের পশ্চিম পাশের বারান্না থেকে অধ্যক্ষ আনন্দ মোহন দে ও তার নির্দেশে ছাত্র জনতার ওপর শুলি চালানো হয় ও ছাত্র জনতাকে হতাহত করা হয় এবং ছাত্র জনতার মিছিলের ওপর হামলা করে ছাত্র- ছাত্রীদেরকে পাকা রাস্তায় ফেলে গলায় পা দিয়ে চেপে ধরে ও মারধর করে। আমরা শিক্ষক হিসেবে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের নিকট দুঃস্কৃতিদের উপযুক্ত শাস্তি দাবি করছি। অধ্যক্ষ আনন্দ মোহন দে এর সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হালা তিনি তার অফিস কক্ষকে একটি মিনি পতিতালয়ে পরিণত করেন। এড. জোয়াহেরুল ইসলামের মনরঞ্জনের জন্য অধ্যক্ষের নিজস্ব কক্ষে মাঝে মধ্যেই কলগার্লকে এনে দিতেন তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। তার কক্ষে জোয়াহেরুল ইসলামকে অপকর্ম করার সুযোগ দিয়ে তিনি (অধ্যক্ষ) দরজার বাহিরে চেয়ারে বসে পাহারা দিতেন এবং পিয়ন-আয়াদের কাউকে তার রুমের আশেপাশে না থাকার জন্য নির্দেশ দিতেন। এ ঘটনা সকল প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী অবগত আছেন। এ বিষয়টি নিয়ে কোন প্রতিবাদ করলে তাকে ভয়-ভীতি ও চাকরিচ্যুত করার হুমকী দিতেন তিনি।
গত ০৭ আগস্ট পুবালী, ব্যাংক আকুর টাকুর পাড়া শাখা হতে, কলেজ শাখার সঞ্চয়ী হিসাব (হিসাব নং- ৮৮৫৫১) হতে শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত বেতন ভাতার নামে ৮ লাখ টাকা উত্তোলন করেন এবং তা নিজে আত্মসাৎ করে অদ্যবধি পলাতক রয়েছেন।
জানুয়ারি ২০২৪ হতে আগষ্ট ২০২৪ পর্যন্ত বিবেকানন্দ হাইস্কুল এভ কলেজের সঞ্চয়ী হিসাবগুলো থেকে অধ্যক্ষ আনন্দ মোহন দে উত্তোলন করেছেন সর্বমোট ১ কোটি ৮২ লাখ ৮০হাজার ৩৫৯ টাকা। অথচ শিক্ষক কর্মচারীদের বেতন, বোনাস ও পিএফ সহ মোট খরচ হয়েছে ৪৩ লাখ ৪৬হাজার ২২২ টাকা। অবশিষ্ট ১ কোটি ৩৯লাখ ৩৪ হাজার ১৩৭ টাকা অসামঞ্জস্যপূর্ণ ব্যয় দেখিয়েছেন তিনি।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বাবদ বিজ্ঞান বিভাগ হতে প্রত্যেক শিক্ষার্থরি নিকট হতে ভর্তি ফি বাবদ আদায় করেন ৪ হাজার ৪শত টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা হতে আদায় করেন ৪ হাজার ২শত টাকা। কিন্তু তিনি শিক্ষক-শিক্ষিকাদের জিম্মি করে ব্যাংক এ্যাকাউন্টে ৩ হাজার পাঁচশত ৫০ টাকা জমা দিতে বাধ্য করেন। বাকী ৬৫০ টাকা করে ৫৪৫জন শিক্ষার্থীদের ৩লাখ ৫৪হাজার ২৫০ টাকা আত্মসাৎ করেন।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অফ লাইন (ম্যানুয়াল) ভর্তি বাবদ উত্তোলনকৃত ২লাখ ৯৯হাজার ৫০০ টাকা কলেজের ব্যাংক একাউন্টে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন ।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি শিক্ষার্থীর নিকট হতে অফলাইনে (ম্যানুয়াল) ভর্তি বাবদ বিনা রশীদে ৫ হাজার ৫শত টাকা করে প্রায় ৫০ জন শিক্ষার্থীর নিকট হতে ম্যানুয়াল ভর্তি বাবদ ২লাখ ৭৫হাজার টাকা দায়িতৃপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে জমা নেন। কিন্তু সমস্ত টাকাই অধ্যক্ষ আনন্দ মোহন দে বুঝে নিয়ে কলেজের ব্যাংক হিসাবে জমা না দিয়ে নিজেই ভোগ করেন। এ বিষয়টি শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অবগত আছেন।
২০২৩ সালে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো থেকে উত্তোলন করেন ২ কোটি ০৯লাখ ৯০হাজার টাকা ঐ বছর শিক্ষক কর্মচারীদের বেতন, বোনাস, পি.এফ বাবদ ব্যয় হয়েছে ১ কোটি ০৪লাখ ১৬হাজার ৫২০ টাকা বাকী ১ কোটি ০৫লাখ ৭৩হাজার ৪৮০ টাকা অসামঞ্জস্যপূর্ণ ব্যয় দেখিয়ে আত্মসাৎ করেন।
২০২৪ বছর এইচ.এস.সি পরীক্ষার্থীদের নিকট প্রবেশ পত্র বিতরণের সময় প্রত্যেক শিক্ষার্থীর নিকট হতে বিনা রশিদে ৫০০ টাকা করে ৩৪৪ জন শিক্ষার্থীদেও কাছ থেকে ১লাখ ৭২হাজার টাকা উপঢৌকন নেন যা অধ্যক্ষ আনন্দ মোহন দে নিজে বাজারের ব্যাগে করে নিজ বাগায় নিয়ে যান। যা শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অবগত আছেন ।
২০২৪ বছর এস.এস.সি পরীক্ষার্থীদের প্রত্যেকের নিকট হতে বিনা রশিদে ৮৭ হাজার টাকা অধ্যক্ষ আত্মসাৎ করে। যা শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অবগত আছেন।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কল্যাণ তহবিল ও শিক্ষক সংসদ তহবিলের টাকা অধ্যক্ষ আনন্দ মোহন দে প্রায় ১৭ লাখ ৫০হাজার টাকা স্বেচ্ছাচারিতা ও অন্যায় ভাবে তার ঘনিষ্ঠজনদের নামে ও শিক্ষকদের বেতন ভাতার কথা বলে ধার নিয়ে তা পরবর্তীতে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো হতে টাকা উত্তোলন করেন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কল্যাণ তহবিল ও শিক্ষক সংসদ তহবিলের ফান্ডে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেন। এ জন্যে তিনি কোন মিটিং বা রেজুলেশনের তোয়াক্কা করেন নি।
অধ্যক্ষ আনন্দ মোহন দে প্রতি মাসে প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা বেতন নেন এবং তার নিকটতম সহকারী প্রধান শিক্ষককে বেতন দেন ১৬ হাজার টাকা এবং অন্যান্য শিক্ষকগন আরও কম বেতন পান । যা বহগুন বেশি বলে বেতন বৈষম্য তৈরি করে রেখেছেন।
শিক্ষা প্রতিষ্ঠানটির পশ্চিম পাশের্^র ভবনের পশ্চিম পাশে অবৈধ ভাবে অধ্যক্ষ আনন্দ মোহন দে ও গভর্নিং বডির সভাপতি মোঃ জোয়াহেরুল ইসলাম অর্থ আত্মসাতের পন্থা হিসাবে মার্কেট (দোকান) তৈরি করেন। যার দরুন পশ্চিম পাশের ভবনটির পশ্চিম পাশের সবগুলো জানালা সম্পূর্ন বন্ধ হয়ে গেছে। ফলে উক্ত শ্রেণিকক্ষে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ক্লাশ নিতে পারছেন না। শিক্ষার্থীরা প্রায়ই অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও বর্তমানে তিনি শিক্ষক ও কর্মচারীদের ফেইজবুক-ম্যাসেঞ্জারের মাধ্যমে নানা রকমের ভয়-ভীতি ও হুমকী দিচ্ছেন।
সংবাদ সন্মেলনে আরোও উপস্থিত ছিলেন, বিবেকআনন্দ হাই স্কুল এ্যন্ড কলেজের প্রভাষক মো. মাজহারুল ইসলাম, অসীমা দাস, মো. শফিকুল ইসলাম, হাবিবুল্লাহ সরকার, রুনা লায়লা, আলী হায়াত, বিবেকআনন্দ স্কুলের প্রাক্তন ছাত্র মির্জা গালিব,বর্তমান ছাত্র মো. রাহিম ও মো. রাফি প্রমূখ।
এর পূর্বে বুধবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে একই দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয় । মানববন্ধনে প্রতিষ্ঠানের শিক্ষকÑকর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহন করে।