প্রতিদিন প্রতিবেদক : আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীরকে বিজয়ী করতে জেলা যুবলীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) সকালে জেলা যুবলীগের আয়োজনে টাঙ্গাইল সিডিসি নাট্য মঞ্চে নৌকা মার্কা পার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গইল-২ ভূয়াপুর-গোপালপুর আসনের সংসদ তানভীর হাসান ছোট মনির, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য জহিরুল হক জাকির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সদর থানা যুবলীগ এর সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব, সাধারণ সম্পাদক রেজাউর করিম সাগর, শহর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান ইমু, যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ সিকদার মানিক প্রমুখ। এসময় যুবলীগের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র প্রার্থী সিরাজুল হক আলমগীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়ে আমাকে সম্মান দিয়েছেন। প্রধানমন্ত্রীকে সে সম্মান ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছি। আমাদের উন্নয়নের মার্কা নৌকা। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট চেয়ে বিজয়ী করতে নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করছি।