প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
৬ জুলাই বুধবার টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া বেবীস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি টাঙ্গাইল সদর উপজেলার কান্দাপাড়া এলাকার মৃত আরিফুর রহমানের ছেলে মো: শ্রাবন মিয়া (২৫)। এসময় তার কাছে থাকা ১২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত জানায়, সে বহুদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছিল।
পরে আটককৃতের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (গ) এবং ২৪ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।