প্রতিদিন প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরে ঘুরমুখো মানুষের সড়ক দুর্ঘটনারোধে টাঙ্গাইলে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ’র উদ্যোগে রোড শো ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এই রোড শো করা হয়। এছাড়াও চালক যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে খোঁজ খবর নেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এবং নাহিয়ান নূরেন, বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক মো. আলতাব হোসেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার, জেলা নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক আব্দুলাহ হেল ঝান্ডা চাকলদার প্রমুখ।
এছাড়াও মহাসড়কে রেজিষ্ট্রেশন ও ফিটনেস বিহীন যানবাহনকে জরিমানা করা হয়।