প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নাগরপুরে নৌকা প্রতিক পেলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী।
আগামি ৩১ মার্চ চত্বর্থ দফায় অনুষ্ঠিতব্য ১২২টি উপজেলার দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়। শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।
এদিকে নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মো. কুদরত আলী মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের মাঝে প্রান চাঞ্চল্য দেখা দেয়।
শুক্রবার সকালে শত শত নেতাকর্মী সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মো.কুদরত আলী।
পরে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সদর বাজার সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
Leave a Reply