সংবাদ শিরোনাম:
গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০ বিএনপি’তে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না: স্বপন ফকির
এলাকাবাসীর টাকায় হচ্ছে দেড় কিলোমিটার ড্রেন নির্মাণ

এলাকাবাসীর টাকায় হচ্ছে দেড় কিলোমিটার ড্রেন নির্মাণ

প্রতিদিন প্রতিবেদক: এলাকাবাসীর টাকায় দেড় কি.মি ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া জমিদারবাড়ী পূর্ব তরফ আবাসিক এলাকা পানি নিঃষ্কাশনের জন্য নিজেদের অর্থায়নে এই ড্রেন নির্মাণ করা হচ্ছে। শনিবার ১১ জুন বেলা সাড়ে ১১টায় দেড় কিলোমিটার ওই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খালেকুজ্জামান চৌধুরী মজনু।

স্থানীয়রা জানান, এলাকায় কোন ড্রেন বা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এর ফলে একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়াও বহুতল ভবণের পানি নিষ্কাশনেরও ছিলনা কোন স্থায়ী ব্যবস্থা। সমস্যা সমাধানে এলাকাবাসীর উদ্যোগে ড্রেন নির্মাণের পরিকল্পনা করা হয়। এতে ব্যয় হচ্ছে ৩৫ লাখ টাকা। যা বহন করবেন নিজেরাই বহন করবেন। দীর্ঘদিনের ওই দুর্ভোগ লাঘবে আজ সেই ড্রেন নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

সা’দত কলেজ রোড ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রাজীব হোসাইন বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমতো। ওই পানির কারণে বাসার বাইরে বের হলেই শরীরের পোশাক কাঁদায় নষ্ট হতো। এছাড়াও মুসুল্লিদের মসজিদে আর শিক্ষার্থীদের স্কুলে কলেজে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ড্রেন নির্মাণ হলে সেই দুর্ভোগ লাঘব হবে।

এ বিষয়ে করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু জানান, এলাকার সকলের ব্যক্তিগত সহযোগিতা ড্রেন নির্মাণ করছে এটি বাংলাদেশে বিরল। এমন কাজের উদ্যোগ নেয়ার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এলাকার মানুষকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, সরকারের উন্নয়নের পাশাপাশি এ ধরনের উদ্যোগ নেয়া উচিত। এলাকার অবশিষ্ট উন্নয়ন কাজ করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

এ সময় করটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পাপন হোসেন খান, করটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, সাধারণ সম্পাদক শিবলু চৌধুরীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840