সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা নিজের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীসহ আটক ৬পরীক্ষার্থীকে বহিস্কার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবের সভাপতি অমল ,সম্পাদক ইকবাল  ঢাবির অন্যতম প্রতিষ্ঠাতা ধনবাড়ীর নবাব আলী চৌধুরীর ৯৬ তম মৃত্যুবার্ষিকী পালন সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার বাসাইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ দপ্তরির বিরুদ্ধে

কতৃপক্ষের অবহেলায় টাঙ্গাইলের সাথে লাখো মানুষের যোগাযোগ বন্ধ

  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৭৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ব্রীজটি দীর্ঘ দিন ধরে ঝুকিপূর্ণ ছিল। ঝুকিপূর্ণ জেনে ব্রীজের উপর ব্রীজ তৈরী করেন উপজেলা এলজিইডি কতৃপক্ষ ও উপজেলা প্রশাসন।

এতে ঝুকি আরো বেড়ে গিয়ে সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হওয়ায় ভয়ে প্রতিদিন সহ্রাধিক যানবাহন ও লাখো মানুষ ঝুকি নিয়ে চলাচল করতো।

শনিবার সকালে বাসাইল-টাঙ্গাইল সড়কের নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত বেইলী ব্রিজটি দেবে গিয়ে বাসাইল ও সখীপুর উপজেলার সাথে টাঙ্গাইলের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

চরম ভোগান্তিতে পড়েছে পথচারী সহ দুই উপজেলার লাখো মানুষ।

তবে বড় ধরনের কোন দূর্ঘটনা না ঘটনায় বেঁচে গেলেন লাখো পথচারী।

ব্রীজটি দেবে যাওয়ার পর থেকেই রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বর্তমানে ব্রিজটির উভয় পাশে গাড়ি রেখে যাত্রীরা পায়ে হেঁটে বিকল্প ভাবে যাতায়াত করছেন।

বাসাইল, সখীপুর উপজেলা ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের সাধারণ মানুষের টাঙ্গাইল শহরে পৌঁছানোর একমাত্র সড়ক এটি। এছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট হলে বিকল্প হিসেবে এই সড়কটিও ব্যবহার করা হয়।

সরেজমিনে জানা যায়, ব্যস্ততম সড়কটির নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত ব্রিজটি গত ১৩ ফেব্রুয়ারি দেবে যায়। পরেরদিন ১৪ ফেব্রুয়ারি ব্রিজটির ওপর সংশ্লিষ্টরা বেইলী ব্রিজ নির্মাণ করেন।

এই বেইলী ব্রিজটি পূনরায় শনিবার (১৮ মে) পাটাতন দেবে যায়। ফলে এই সড়কে যাতায়াতরত সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। পরে সংশ্লিষ্টরা সকাল থেকেই ব্রিজটির মেরামতের কাজ শুরু করেছেন।

বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম জানান, ‘বেইলী ব্রিজটির পাটাতন হেলে পড়েছে। পরে কর্তৃপক্ষ বেইলি ব্রিজটির পাটাতন মেরামত শুরু করেছে। সন্ধ্যার মধ্যেই মেরামতের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।’

উল্লেখ্য, দেশের প্রতি সামান্যতম ভালবাসা থাকলে কোন ঠিকাদার বা কর্মকর্তা এধরনের ঝুকিপূর্ণ ব্রীজ কখনোই তৈরী করতেন না।

কারণ এই ব্রীজ দিয়ে প্রতিদিন নিজ এলাকার লাখো মানুষ ও যানবাহন চলাচল করবে এই সামান্যতম জ্ঞান থাকলে মানুষ এ রকম অজস্র ব্রীজ তৈরী করার সাহস হতো না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme