প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামানের নিকট করোনা ভাইরাসের চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে এপেক্স ক্লাব অব টাঙ্গাইল।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয়ে এপেক্স বাংলাদেশের সহযোগিতায় এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব টাঙ্গাইলের প্রেসিডেন্ট মো. আব্দুস ছালাম মিঞা, সেক্রেটারি চাদ সুলতানা, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর কামনাশীষ সাহা শেখর, সার্ভিস ডাইরেক্টর হেমায়েত হোসেন হিমু।
সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো নেবুলাইজার মেশিন (কম্প্রেসার) দুইটি, নেবুলাইজার মাস্ক চারটি, নেবুলাইজার সলিশন ২০ প্যাকেট ও পাউডার এক প্যাকেট।