মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে গলায় রশি ও কস্টিপ পেছানো অজ্ঞাত (২২) এক যুবকের লাশ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। রোববার বিকেলে উপজেলার হাতিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গত দুই দিন পূবের্ দূবৃত্তরা শ্বাসরোধ করে হত্যা পর এখানে ফেলে গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন।