মনির হোসেন কালিহাতী: কালিহাতীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ১২ টি বাংলা ড্রেজার ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় লৌহজং নদীতে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান জানান, লৌহজং নদীতে অভিযান চালিয়ে ১২ টি ড্রেজার ধ্বংস করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।