মনির হোসেন কালিহাতী : বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কালিহাতী উপজেলা আওয়ামীলীগ।
রোববার বিকাল ৪ টায় কালিহাতী পৌর আওয়ামীলীগের উদ্দ্যোগে শহীদ শফি সিদ্দিকী চত্ত্বর থেকে আনন্দ র্যালী বের হয়।
র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ শফি সিদ্দিকী চত্ত্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কেক কাটা হয়। পরে শহীদ শফি সিদ্দিকী চত্ত্বরের মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ,সহ-সভাপতি হানিফ উদ্দিন তালুকদার,
সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, যুগ্ম-সাধারন সম্পাদক এম এ মালেক ভূঁইয়া, বল্লা ইউপি চেয়ারম্যান চান মাহমুদ পাকির আলী,
পারখী ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার,গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সাধারন সম্পাদক শাহ আলম মোল্লা, উপজেলা ছাত্রলীগ নেতা শাহেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।