মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে ৫৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সীমাকাছরা হামজা অটো রাইচ মিল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার চরকাৎনা গ্রামের হুরমুজ আলীর ছেলে এনামুল হক(৪২)।
কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দর আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদক ব্যবসায়ী এনামুল হককের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।আদালত তাকে জেল-হাজতে প্রেরণের নিদের্শ দেন।