সংবাদ শিরোনাম:
সখিপুরে বনের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে দুইদিন ব্যাপী তথ্যমেলার উদ্বোধন ঘাটাইলে ৯ দফা দাবিতে গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছবি তুলে ও ভিডিও ধারণ করে মানুষের মন জয় করে নিয়েছেন মীর নাইম ও তার প্রতিষ্ঠান Alfa Creation আসছে ২৯ অক্টোবর টাঙ্গাইলে বিসিবি কর্তৃক বয়সভিত্তিকি ক্রিকেট খেলোায়াড়দের  নিবন্ধন টাঙ্গাইলে শুরু হতে যাচ্ছে শহীদ স্মৃতি ক্রিকেটারর্স কাপ T20 ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ সখীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত টাঙ্গাইল প্রেসক্লাবের জাল সনদধারীদের পদত্যাগের ৭ দিনের আল্টিমেটাম টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল ছাত্রলীগ নিষিদ্ধ: ভাসানী বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল
কালিহাতীতে কথিত জ্বিনের বাদশা কর্তৃক কলেজ ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

কালিহাতীতে কথিত জ্বিনের বাদশা কর্তৃক কলেজ ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

TANGAIL-PRATIDIN

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কথিত জ্বিনের বাদশা সেজে কলেজ ছাত্রী শাহনাজ (২০) কে নির্যাতন করেছে কালিহাতীর সত্তর বছরের বৃদ্ধ হাজী দারোগ আলী। এ ঘটনায় কলেজ ছাত্রী প্রায় মৃত্যু শয্যা।সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কালিহাতী উপজেলার মাদারিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর থেকে কথিত জিনের বাদশা দারোগ আলী (৭০) পলাতক রয়েছে। জিনের বাদশা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় আতঙ্কে রয়েছে পিতৃহীন অসহায় শাহনাজের পরিবার।ঘটনার বিবরণে জানা যায়, সোমবার ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শাহনাজ খাতুন (২০) হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

এ অবস্থায় পাশ্ববর্তী বাড়ীর হাজী দারোগ আলী বলেন যে, “শাহনাজকে জ্বিনে ধরেছে। জ্বিনের বাদশা ছাড়া তাকে বাঁচানো যাবে না।” এসময় উক্ত হাজী দারোগ আলী নিজেই জ্বিনের বাদশা সেজে কলেজ ছাত্রী শাহনাজকে সারা শরীরে স্পর্শ করে ঝাড়-ফুক দিতে থাকে।

এক পর্যায়ে কথিত জ্বিনের বাদশা দারোগ আলী ছাত্রীকে ব্যাপক শারীরিক নির্যাতন করতে থাকে। নির্যাতনে শাহনাজ গুরুতর অসুস্থ হয়ে পড়লে পাশের বাড়ীর আব্দুর রাজ্জাক রাত ১২টা সময় পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা অবনতি ঘটলে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

হাসপাতালের চিকিৎসক শাহনাজের মেডিক্যাল চেকআপ, সিটিস্ক্যান সহ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেন। কিন্তু নির্যাতনকারী কথিত জ্বিনের বাদশার ছেলেদের প্রভাবে হাসপাতাল কর্তৃপক্ষ মুমুর্ষু শাহনাজকে হাসপাতাল থেকে বের করে দেন।পরে শাহনাজকে বাড়ীতে নিয়ে আসা হয়। বর্তমানে সে তার নিজ বাড়ীতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ দিকে সাংবাদিকরা সরেজমিনে কথিত জ্বিনের বাদশা বাড়ীর পিছনের গেট দিয়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিনের বাদশা পলাতক রয়েছে। প্রভাবশালীদের ভয়ে আতঙ্কে রয়েছে শাহনাজের পরিবার।

উল্লেখ্য, পিতৃহীন শাহনাজ তার মা ও এক প্রতিবন্ধী চাচাকে নিয়ে বসবাস করে আসছিল। সে সুযোগে কথিত জিনের বাদশা হাজী দারোগ আলী এ ঘটনা ঘটায়। এ ব্যাপারে শাহনাজ সাংবাদিকদের জানায়, “আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।” শাহনাজের বিধবা মা জানান, “রাতে পুলিশ এসেছিল আমি ভয়ে বলেছি খাট থেকে পড়ে চোখে ব্যাথা পেয়েছে কিন্তু আসলে জ্বিনের বাদশার নির্যাতনে আমার মেয়ের চোখ এমন হয়েছে। আমার মেয়ের কিছু হলে আমি বিয়ে দিবো কিভাবে। আমার স্বামী নাই। দেবর-ভাসুরেরা ঢাকা থাকে। তারা এসে ব্যবস্থা নিবে।”

নির্যাতনকারী জ্বিনের বাদশার বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, “ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছিলাম। সত্যতা পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840