প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে কোভিট-১৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও ক্ষতিগ্রস্থদের সহায়তা বিষয়ে পরামর্শ সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে “ব্রেড ফর দি ওয়ার্ল্ডে”র সহযোগিতায় এবং নাগরিক উদ্যোগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহা. মোজাম্মেল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী মারুফিয়া নূর শিফা, সমন্বয়কারী ইসতিয়াক মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, উপজেলা তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের সভাপতি কহিনুর আক্তার মিনা খানম, উপজেলা নাগরিক অধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি এবং সঞ্চালনা করেন সহকারী এরিয়া অফিসার সেলিম ফকির।