সংবাদ শিরোনাম:
সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম শহীদের ৩য় মৃত্যুবার্ষিক উপলক্ষে স্মরণ সভা নানা আয়োজনে টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন কালিহাতীতে যুবকের মরদেহ উদ্ধার টাঙ্গাইলে ছেলের ছুরিকাঘাটে বাবা মৃত্যু, ছেলে আটক পাপ ও অশান্তি সৃষ্টিকারী অভ্যাস থেকে দূরে থাকা জরুরি বাসাইলের নাগাসিমে একশ’ মেঘাওয়াট সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপনের অনুমোদন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচনে বিদেশী কোন চাপ নেই – ইসি মো: আলমগীর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সখীপুর উপজেলা আ.লীগ সভাপতির গাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা
কালিহাতীতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কালিহাতীতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প-জীবনকালীন সরিষার চাষাবাদ কৌশল, বীজ সংগ্রহ ও সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৭ ডিসেম্বর সকালে উপজেলার আগচারানে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র গাজিপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি” (বিনা অংগ) অর্থায়নে ওই কৃষক প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষণে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র গাজিপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আবুল বাসার, বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, কালিহাতী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ ও আগচারান গ্রামের সমাজসেবক সৈয়দ সাজ্জাদ হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে বক্তারা বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক আমাদের উৎপাদন বাড়াতে হবে। শস্য বিন্যাসে তেল ফসল অন্তর্ভুক্ত করার জন্য স্বল্প-জীবনকালীন আমন চাষের বিকল্প নেই। এক্ষেত্রে বিনা ধান-১৬, বিনা ধান-১৭ চাষ করে খুব সহজেই বিনা সরিষা-৯ এবং বিনা সরিষা-১১ চাষ করতে পারেন। এসময় বক্তারা সরিষার বীজ কর্তন, মাড়াই ও সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও উচ্চ-ফলনশীল বোরো ধান বিনা ধান-২৪, বিনা ধান-২৫ চাষাবাদ কৌশল সম্পর্কিত আলোচনান্তে জাত দুটি চাষ করার সুপারিশ করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840