প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে গাঁজা সেবন ও বহন করার অপরাধে ১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
বুধবার (১০ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানান, উপজেলার বল্লা ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে বল্লা গ্রামের মৃত শংকর রাজভরের ছেলে অনি (৩৫) কে মাদক সেবন ও বহন করার অপরাধে মাদক দ্রঃ নিঃ আইন ২০১৮ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । তিনি আরো বলেন, জনস্বার্থে প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।