সংবাদ শিরোনাম:

কালিহাতীতে জাতীয় ভোটার দিবস পালিত

  • আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৭৩৬ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : ভোটার হব, ভোট দেব শ্লোগানে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে প্রথমবারের মত সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা সমন্বয় কমিটির আয়োজনে এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা পরিষদ চত্বর হয়ে উপজেলা সার্ভার স্টেশনের সামনে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আনছার আলী বি.কম।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম সিদ্দিকী ভূট্রো,নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন,কালিহাতী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা ও উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় জনসাধারন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme