প্রতিদিন প্রতিবেদক কালিহাতীঃ মনির হোসেন,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ভিজিএফ কর্মসূচির আওতায় মৎস্য আহরণে বিরত থাকা টাঙ্গাইলের কালিহাতীতে নিবন্ধনকৃত জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গরিলাবাড়ী পাথরঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০৫ জন জেলেদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী মিনহাজ উদ্দিন ভূঁইয়া।