মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ”’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা কনফারেন্স হল রুমে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে এ সংবর্ধনা দেয়া হয়।
জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টো প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খাইরুন নাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ টু আবুল কালাম আজাদ।
সংবর্ধনা প্রাপ্ত পাঁচ জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামের কবিতা সেন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উপজেলার বাংড়া ইউনিয়নের হালদিয়া গ্রামের তানিয়া খান, সফল জননী নারী
উপজেলার পাছচারান গ্রামের রেহানা হাবীব, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী সাতুটিয়া গ্রামের সালমা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সল্লা ইউনিয়নের পুখুরিয়া দেউপুর গ্রামের রিনা বেগম।