মনির হোসেন কালিহাতী : স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে কালিহাতীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুলাই) সারাদিন ব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন, উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও সকল ইউপি সচিব বৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।