প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।