মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নাঈম হোসেন (১৬) এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
এ ঘটনায় ১ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাঈম হোসেন (১৬) কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের দয়থা গ্রামের পরান হোসেনের ছেলে এবং সে উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। আহত রিফাত (১৭) ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সয়া থেকে ছেড়ে আসা মোটরসাইকেল যোগে ওই ২ বন্ধু হাতিয়া এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন।
এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নাঈম হোসেনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।