প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।
শনিবার (২জানুয়ারি) মধ্যরাতে উপজেলার সল্লা এলাকায় এঘটনা ঘটে।
নিহতের নাম পরিচয় ও কোনট্রেনে কাটা পড়ে তিনি নিহত হয়েছে জানা যায়নি। মরদেহটি ঘটনাস্থলেই
রয়েছে।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে রেললাইনের পাশে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে একটি মাছের গাড়ি নষ্ট হয়েছিলো। হতে পারে সেই গাড়ির লোকজন গাড়ি থেকে নেমে রেললাইনে বসে ছিলেন। তখন ট্রেনে কাটা পড়ে নিহত হয়ে থাকতে পারে!
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ট্রেনে কাটা পড়া একটি মরদেহ রেললাইনে পড়ে আছে এমন খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। মরদেহটি অজ্ঞাত হওয়ায় রেল পুলিশকে খবর দেয়া হবে। তারা এসে মরদেহ নিয়ে যাবে বলে জানান তিনি।