সংবাদ শিরোনাম:

কালিহাতীতে দুই কসাইকে ১ বছরের কারাদন্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৮৯ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী: কালিহাতীতে বিক্রির উদ্দেশ্যে দুর্গন্ধযুক্ত অসুস্থ্য গরু জবাই করার দায়ে দুই কসাইকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে কালিহাতীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে উপজেলার বল্লা মধ্যপাড়া গ্রামের মো. মেহেদী হাসানের ছেলে মো. নাসির উদ্দিন ও একই গ্রামের মৃত এখলাছ উদ্দিনের ছেলে মো. বকুল হোসেন ফাইলা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, উপজেলা বাগুটিয়া বিলবর্নি এলাকায় রাস্তার মাঝখানে একটি দুর্গন্ধযুক্ত অসুস্থ্য গরু করটিয়া বাজারে বিক্রির উদ্দেশ্যে জবাই করলে এলাকাবাসী প্রশাসনকে জানালে হাতে নাতে দুইজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাদেরকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme