মনির হোসেন কালিহাতী : সারাদেশে ধর্ষণ, নারী-নির্যাতন, যৌন-হয়রানির বিরুদ্ধে ও নিপীড়নকারীদের শাস্তির দাবিতে টাঙ্গাইলের কালিহাতীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কালিহাতী কলেজ মোড়ে ফেইসবুক গ্রুপ ওয়েলকাম কালিহাতী, প্রাণের কালিহাতী, লাইট অব এডুকেশন ও সেচ্ছাসেবী সংগঠন সেলফলেস’র উদ্দ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পরাধীন বাংলায় বীরাঙ্গণা হয়েছে-স্বাধীন বাংলায় ধর্ষিতা কেনো? ধর্ষকের শাস্তি, ফাঁসি চাই-ফাঁসি চাই ইত্যাদি বিভিন্ন রকমের প্রতিবাদী ফেস্টুন-প্ল্যাকার্ড হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-সাংবাদিক অংশ নেয় এবং স্বাধীন বাংলায় ধর্ষকের ঠাঁই নাই-মুজিবের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই ইত্যাদি স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
মানববন্ধন শেষে কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফেইসবুক গ্রুপ ওয়েলকাম কালিহাতী, প্রাণের কালিহাতী, লাইট অব এডুকেশন ও সেচ্ছাসেবী সংগঠন সেলফলেস’র সদস্য ও নেতৃবৃন্দ।