মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বানিয়াবাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা উপজেলার এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী গ্রামের জাহিদ হোসেনের ছেলে নাহিদ হোসেন (৪) ও আবু বক্করের ছেলে আবির হোসেন (৪)।
পরিবার সূত্রে জানা যায়, নাহিদ ও আবির দুজনে আবিরের বাড়ি পাশে পুতুল নিয়ে খেলা করছিল।
খেলার ছলে পুতুলকে গোসল করাতে পাশের ডোবায় গেলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর লাশ পানিতে ভেসে উঠে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ দিকে নাহিদ ও আবিরের লাশ দেখতে শতশত মানুষ বাড়িতে ছুটে আসেন। শিশু দুই টির করুণ মৃত্যুতে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের আহাজারিতে ওই এলাকায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী শিশু দু’টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।