সংবাদ শিরোনাম:
হাসিনার চাঁদাবাজরা পালিয়ে গেলেও নব্য চাঁদাবাজ বেড়ে গেছে- শাকিল উজ্জামান ভূঞাপুরে এসআই সুমনের পক্ষপাতিত্ব বাদীকে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ ! ভূঞাপুরে উদ্ধারকৃত ১১টি মর্টার শেল যমুনা নদীতে বিস্ফোরণ সখীপুরে অটোগাড়ির চাপায় শিশুর মৃত্যু  দেলদুয়ারে ব্যারিস্টার আশরাফুলের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গোপালপুরে নদীতে গোসল করতে গিয়ে ব্রাক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু বাসাইলে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃত্যু টাঙ্গাইলে যৌনকর্মীর রহস্য জনক মৃত্যু  কালিহাতীতে বিক্ষোভ ও হুমকির মুখে বন্ধ হল শাকিব খানের‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শনী দেলদুয়ারে ব্যারিস্টার আশরাফুলের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

কালিহাতীতে পেনশনের টাকা উত্তোলনে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২০
  • ৬০৭ বার দেখা হয়েছে।
tangail-pratidin

মনির হোসেন কালিহাতী: সারাদেশের ন্যায় কালিহাতীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসর ভাতা প্রতিমাসের প্রথম সপ্তাহে বিতরণ করা হয়ে থাকে। এরই অংশ হিসেবে রোববার (০৩ মে) চার শতাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কালিহাতী উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে সামাজিক দূরত্ব না মেনে ভীড় জমায়।

এতে মহামারী করোনা ছড়ানোর আতংক বিরাজ করছে জনমনে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায় শত শত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের অবসর ভাতা উত্তোলনে কাগজ পত্র নেওয়ার জন্য উপজেলা হিসাব রক্ষণ অফিসে সামাজিক দূরত্ব না মেনে ভীড় জমাচ্ছেন।

উপজেলা হিসাব রক্ষণ কার্যালয় থেকে ভাতা উত্তোলনের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সোনালী ব্যাংক কালিহাতী শাখায় হুমড়ি দিয়ে পড়ছে। ব্যাংক যেন মনে হচ্ছে একটি হাট। এতে ব্যাংকের সাধারণ গ্রহীতারা রয়েছে আতংকে।

সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী নাম প্রকাশ না করার শর্তে একজন গ্রাহক জানান, ৬০ বছরের উপরে সকলেই করোনা ঝুঁকির মধ্যে রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ৬০ বছরের উপরে সকল ব্যক্তিকেই ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ৬০ বছরের উপরে সকল ব্যক্তি করোনা আক্রান্তের ঝুঁকির মধ্যে রয়েছে।

অথচ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সবাই ৬০ বছরের উপরে। নাম প্রকাশ না করার শর্তে এক দোকানদার জানান, আমরা পেটের দায়ে দোকান করে খাই। দোকান করার জন্য স্থানীয় প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের নির্ধারিত সময় বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখতে পারিনা। করোনার নিয়ম কি শুধু আমাদের গরীবের জন্যই? তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, উপজেলা চত্বরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে ভীড় জমাচ্ছে সেটা আপনারা দেখেন না?

এ বিষয়ে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এমজি ফারুক আহমেদ চৌধুরী বলেন, আমি দূরে দূরে বসার জন্য বলেছি, তারা মানেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা বলেন, আমি ব্যস্ততার কারণে বিষয়টি দেখতে পারিনি। হিসাব রক্ষণ কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তীতে ছোট ছোট অংশে ভাগ করে সামাজিক দূরত্ব বজায় রেখে দেয়ার চেষ্টা করবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme