মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে পূজারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শুভেচ্ছা অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আনছার আলী বি.কম।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু,
সাধারণ সম্পাদক গোবিন্দ সাহাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ১৭৮টি পূজা মন্ডপে এ অনুদান বিতরণ করা হয়।