মনির হোসেন কালিহাতী: প্রতিবন্ধীদের ভাতা প্রদান শেখ হাসিনারই অবদান, শেখ হাসিনার মমতা-বয়স্কদের নিয়মিত ভাতা শ্লোগানে কালিহাতী পৌরসভার ১৪৩ জন বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় কালিহাতী পৌরসভা কার্যালয় থেকে উক্ত ভাতা বহি বিতরণ করা হয়।
কালিহাতী পৌরসভার আয়োজনে পৌর মেয়র আলী আকবর জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার সহ পৌরসভার সকল কাউন্সিলবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিহাতী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) রফিকুল ইসলাম।