প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতীতে করোনা আতংকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ও পেয়াজের দাম বেশি নেয়ায় চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চাল ও পেয়াজের দাম বেশি নেয়ায় কালিহাতী কাঁচা বাজারের ব্যবসায়ী লক্ষণ সেনকে পাঁচ হাজার টাকা ও চিত্তরঞ্জনকে পাঁচ হাজার টাকা এবং রামপুর ভাসানী বাজারের ব্যবসায়ী স্বপনকে মূল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা ও মানিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানের ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, করোনা আতংকে ক্রেতা সাধারনের নিকট থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ও পেয়াজের দাম বেশি নেয়ায় দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চার ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান চলমান থাকবে।