মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে সোনার বাংলা অটো রাইস মিলের দূষিত পঁচা পানি নদীতে ফেলে পরিবেশ দূষণ করায় ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।
মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার চারান সোনার বাংলা অটো রাইস মিলকে উক্ত জরিমান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৩০ ধারায় রাইস মিলের পঁচা পানি নদীতে ফেলে পরিবেশ দূষণ করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার চারান সোনার বাংলা অটো রাইস মিলকে ১০ হাজার টাকা আর্থিক জরিমান আদায় করা হয়েছে।