মনির হোসেন কালিহাতী : ‘আসুন বজ্রপাত প্রতিরোধে তালগাছ লাগাই’ শ্লোগানে কালিহাতীতে স্বেচ্ছাসেবী মোটিভেশনাল সংগঠন ‘প্রদীপন’ এর উদ্যোগে মাসব্যাপী তালবীজ বপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী।
এ সময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান,
কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন, বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকীর আলী, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল মালেক তালুকদার, প্রদীপন’র অন্যতম সংগঠক তারেকুল ইসলাম সহ প্রদীপন’র সেচ্ছাসেবক টিম।