প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন ও কোটা পুনর্বহালের দাবিতে ঢাকার শাহবাগে মুক্তিযোদ্ধার সন্তানদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কালিহাতী উপজেলা শাখা।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কালিহাতী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কালিহাতী উপজেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম মনি, সদস্য সচিব মাহফুজুল আলম সিদ্দিকী রুবেল, যুগ্ম আহ্বায়ক শাহ আলম সিদ্দিকী, সাজু আহমেদ, বাদল হোসেন, মারুফা খাতুন ও রাহেলা আক্তার রুমা প্রমুখ।