মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা শ্রমিক ফেডারেশনের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি শহীদ শফি সিদ্দিকী চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম,
সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কালিহাতী পৌর মেয়র আলী আকবর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম সিদ্দিকী ভূট্রো,
পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, বাস-মিনিবাস শ্রমিক ইউসিয়নের সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শহিদুজ্জামান সেলিম,
প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোন্তাজ আলী, হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান রতন, সাবেক সাধারন সম্পাদক সিদ্দিক হোসেন, ভ্যান-রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির সাধারন সম্পাদক ময়েজ উদ্দিন পাগু,
মাইক প্রচার সাউন্ড সিস্টেম ও ডেকোরেটর শ্রমিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল বারেক।
আলোচনা সভা পরিচালনা করেন বেসরকারি বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম খলিল।