প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে আজগর আলী (২২) নামে এক যুবকের লিঙ্গ কেটে দেয়ার ঘটনা ঘটেছে।
রোববার ২৭ নভেম্বর রাত ৩ টার দিকে উপজেলার আটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আজগর আলী আটাবাড়ি গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। তাকে রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ২৮ নভেম্বর সকালে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আজগর আলীর চাচী মর্জিনা বেগম জানান, রোববার রাত ৩ টার দিকে নিজ ঘর থেকে বের হয়ে বাহিরে এসে চেঁচামেচি করে। তার শরীর ও ঘরের বিছানায় রক্তে ভিজে গেছে। কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।