প্রতিদিন প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইতিহাস খ্যাত চার খলিফার একজন ও স্বাধীনতার ইশতেহার পাঠক সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ১৪ জুলাই টাঙ্গাইলের কালিহাতীতে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- শ্রদ্ধার্ঘ নিবেদন, স্মরণ সভা, দোয়া মাহফিল ইত্যাদি।
কালিহাতী শাজাহান সিরাজ কলেজে স্থাপিত শাজাহান সিরাজের প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কলেজের রাবেয়া সিরাজ একাডেমিক ভবনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও শাজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. গোলাম আম্বিয়া সিদ্দিকীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি, শাজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খান এনা, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি, শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতন, কর্মচারীদের পক্ষ থেকে হাবিবুর রহমান এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে নাইমুর রহমান প্রমুখ। এছাড়াও ব্যাংকক থেকে জুমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন শাজাহান সিরাজের সহধর্মিনী বেগম রাবেয়া সিরাজ। স্মরণ সভা সঞ্চালনা করেন কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের প্রভাষক তারিকুল ইসলাম।