মনির হোসেন কালিহাতী: কালিহাতী উপজেলার দড়িখরশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিদুল ইসলামের উপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা বটতলায় ওই প্রধান শিক্ষক সন্ত্রাসী হামলার শিকার হন। তাকে গুরুতর আহতাবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মফিদুল ইসলাম উপজেলার গান্ধিনা গ্রামের মৃত আব্দুল জলিল মাস্টারের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা গ্রামের মৃত.মকিম উদ্দিনের ছেলে ইমান আলী (৫৫) ও একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে বাহাদুর মিয়া (৪০)কে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানায়, জান্নাতুল ফেরদাউস কওমী মাদ্রাসা নিয়ে গান্ধিনা গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে মামলা-হামলার ঘটনাও ইতোপূর্বে ঘটেছে। একই ঘটনার জের ধরে ওই ঘটনা ঘটে থাকতে পারে।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, প্রধান শিক্ষক মফিদুল ইসলামের স্ত্রী লায়লা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে হামলাকারী ২ জনকে গ্রেফতার করে রোববার দুপুরে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।