মনির হোসেন কালিহাতী : “প্রতি ইঞ্চি জমি – চাষ করবো আমি” শ্লোগানে কালিহাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করেছেন এমপি।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং উপজেলা পরিষদের অর্থায়নে করোনায় বিপর্যস্ত পরিস্থিতিতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিপালনে বসতবাড়ির আঙ্গিনায় ও সম্ভাব্য স্থানে শাক সবজি আবাদের লক্ষ্যে উপজেলার বাংড়া ইউনিয়নের নিরাপদ সবজি গ্রাম ব্রজগাতী গ্রামে উপস্থিত হয়ে উপজেলার ২ হাজার ১ শত ৫০ জন কৃষকদের মাঝে সবজি চাষের জন্য লাল শাক, ডাটা শাক, পুঁই শাক, ঢেঁড়স, ঝিঙা, ধুন্দুল ও মিষ্টি কুমড়ার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা মামুন ও সুফিয়া আক্তার।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আবাদি জমি ফেলে না রেখে প্রতি ইঞ্চি জমি ব্যবহারের যে নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় আর্থিক ব্যবস্থাপনায় আমাদের কালিহাতী উপজেলার ২ হাজার ১ শত ৫০ টি পরিবারকে বাড়ির আঙিনা ও তার আশেপাশের পতিত জমি চাষের আওতায় আনার প্রক্রিয়ার অংশ এই কার্যক্রম।
এই কার্যক্রম করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী যে খাদ্য সংকট তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে তা প্রতিহত করা সম্ভব হবে বলে আমি মনে করি।