প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা নিপা।
সোমবার সকালে কালিহাতী উপজেলা কনফারেন্স হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি সাব্বির আহমেদ আব্বাসী, প্রেসক্লাবের সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান,
সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক তারেক আহমেদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মনির হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সহ-সভাপতি আনিছুর রহমান শেলী, প্রেসক্লাবের কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম, সোলায়মান খান, সদস্য মুনসুর হেলাল বাদশা।
সভায় উপজেলা নির্বাহী অফিসার কালিহাতীর বিভিন্ন উন্নয়নমূলক কাজে সাংকাদিকদের সহযোগিতা কামনা করে উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানের বিষয় নিয়ে মুক্ত আলোচনা করেন।