সংবাদ শিরোনাম:
সখিপুরে বনের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে দুইদিন ব্যাপী তথ্যমেলার উদ্বোধন ঘাটাইলে ৯ দফা দাবিতে গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছবি তুলে ও ভিডিও ধারণ করে মানুষের মন জয় করে নিয়েছেন মীর নাইম ও তার প্রতিষ্ঠান Alfa Creation আসছে ২৯ অক্টোবর টাঙ্গাইলে বিসিবি কর্তৃক বয়সভিত্তিকি ক্রিকেট খেলোায়াড়দের  নিবন্ধন টাঙ্গাইলে শুরু হতে যাচ্ছে শহীদ স্মৃতি ক্রিকেটারর্স কাপ T20 ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ সখীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত টাঙ্গাইল প্রেসক্লাবের জাল সনদধারীদের পদত্যাগের ৭ দিনের আল্টিমেটাম টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল ছাত্রলীগ নিষিদ্ধ: ভাসানী বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল
কালিহাতীতে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান

কালিহাতীতে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান

মনির হোসেন,কালিহাতী :কালিহাতীর এলেঙ্গায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছে আফরোজা মনি নামের এক কলেজ ছাত্রী। সে গত শুক্রবার দুপুর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন মসিন্দা গ্রামের  ইসমাইল মন্ডল ছেলে জাহিদ হাসান বাবুর বাড়িতে স্বামীর  মর্যাদার দাবিতে এ অবস্থান নেয়।

গত শনিবার (৮ই আগস্ট) বিকালে  তাকে সেখান থেকে উদ্ধার করে বাবুর চাচার বাড়ীতে নিয়ে রাখা হয়েছে স্থানীয় মাতব্বররা।

ওই কলেজছাত্রী বাবুর বাড়িতে অবস্থান নিলে পিটিয়ে জখম করে বাবুর আত্মীয়-স্বজনরা বলে জানিয়েছেন ওই কলেজছাত্রী।

কলেজ ছাত্রী আফরোজা মনি জানান, বাবু ফুঁসলিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরে তার আগের স্বামীকে ডিভোর্স দিয়ে আদালতের মাধ্যমে কোট মেরেজ করে ৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরে তাকে নিয়ে অন্যত্র জায়গায় প্রায় দেড়-দুই মাস স্বামী-স্ত্রী হিসেবে ঘর সংসার করে। পরে কলেজ ছাত্রীকে রেখে স্বামী বাবু কৌশল অবলম্বন করে পালিয়ে যায়।
উপায়ন্ত না দেখে সে গত শুক্রবার দুপুরে এলেঙ্গা মসিন্দা বাবুর বাড়িতে অবস্থান নেয়। তার অবস্থানে ক্ষুব্ধ হয়ে বাবুর পরিবারের লোকজন কলেজ ছাত্রীকে পিটিয়ে জখম করে বলে ওই নির্যাতিত ছাত্রী জানিয়েছেন।

বর্তমানে স্বামী বাবু পলাতক রয়েছে। আগামী সোমবার গ্রাম্য মাতবররা সালিস এর আয়োজন করেছে বলে বাবুর পিতা ইসমাইল হোসেন মন্ডল জানিয়েছেন।

এ বিষয়ে এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি শুনেছি।

এর আগে,   কালিহাতীতে স্ত্রী আঁখি আক্তারের চোখ উপড়ে ফেলার ঘটনায় ঘাতক স্বামী ফারুক হোসাইনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) উপজেলার নারান্দিয়া বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে ঘাতক স্বামী ফারুক হোসাইনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে নারান্দিয়া ইউনিয়নের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নারান্দিয়া ইউপি সদস্য আনোয়ার হোসেন, তাসলিমা বেগম,
সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নান তালুকদার, ফারুক চৌধুরী, জাহিদ হোসেন, মিথিলা চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আর যেন কোন মেয়ে স্বামী কর্তৃক নির্যাতিত না হয়। এজন্য  ঘাতক স্বামী ফারুক হোসাইনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবী করেন।

উল্লেখ্য, গত ৫ জুলাই উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা চৌধুরীপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে আঁখি আক্তার মাদক ব্যবসায় রাজি না হওয়ায় রাতের আঁধারে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে চোখ উপড়ে ফেলে স্বামী ফারুক হোসাইন (২৫)। পরে আহত আঁখি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

আঁখি আক্তারের কাকা মো. খোকন মিয়া জানান, গত সাত বছর আগে মির্জাপুর উপজেলার বুসুন্দী গ্রামের আব্দুল রহমানের ছেলে ফারুক হোসাইনের সাথে তার ভাতিজির বিয়ে হয়। বিয়ের কিছুদিন তাদের ভাল চলছিলো। তাদের সংসারে দুই বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।

ফারুকের বাবা বিদেশ থাকায় ফারুক ও তার মা মাদক ব্যবসা করতে থাকে। পরবর্তীতে ফারুক তার স্ত্রী আখি আক্তারকে মাদক বিক্রি করতে বললে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আঁখি তার বাবার বাড়ি চলে আসে।

পরবর্তীতে শালিসী বৈঠকের মাধ্যমে মীমাংশা করে আঁখি আক্তারকে ফারুকের বাড়ি পাঠানো হয়। কিন্তু তারপরও ফারুক তার স্ত্রীকে মাদক বিক্রি করতে বলে। কিন্তু আঁখি আক্তার রাজি না হওয়া একাধিক বার সাথে সাথে ঝগড়া হয় ও একাধিকবার শালিসী বৈঠক হয়।

তিনি আরও জানান, গত এক বছর আগে ফারুকের কাছ থেকে আঁখি চলে এসে গাজীপুরে এক গার্মেন্টসে চাকুরী করতে থাকে। সেখানেও তাকে ফোন করে চোখ উপড়ে ফেলাসহ প্রাণনাশের হুমকি দেয় স্বামী ফারুক।

গত রমজান মাসে ফারুক গাজীপুরে আঁখির বাসায় গিয়ে ছুরি দিয়ে এলোপাথারী কুপিয়ে আঁখি আক্তারকে আহত করে। ওই ঘটনায় গাজীপুর সদর থানায় এক সাধারণ ডায়েরী করা হয়েছে। তার পরেও একাধিকবার মোবাইল ফোনে আঁখি আক্তারসহ তার পরিবারের চার সদস্যকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

রোববার ভোর রাতে সিঁধ কেটে স্ত্রী আঁখির ঘরে প্রবেশ করে মাটিতে নিজের নাম লিখে রেখে কাচি (সিজার) দিয়ে আঁখির চোখে ঘা দিয়ে পালিয়ে যায় স্বামী ফারুক হোসাইন। আঁখির আত্মচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে ফারুককে খুঁজতে থাকে।

অনেক খোঁজাখুজির পর ফারুককে পাওয়া যায়নি। পরে আঁখিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840