প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সিংগাইর সিনেমা হলের মোড়-ফারুক খানের বাড়ী হয়ে সিংগাইর দক্ষিণ পাড়া সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মার্চ) বিকেলে উপজেলা এলজিইডির বাস্তবায়নে ৮৯ লাখ ৮৬ হাজার টাকা ব্যায়ে ১ কিলোমিটার পর্যন্ত ওই সড়ক পাকাকরণ কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন, আব্দুল মজিদ তোতা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকির, বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোফাখারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার আব্দুল মতিন, রাশেদুর রহমান বাবু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল হাসান লাভলুর সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ফরিদ।