সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ১৩ ব্যবসায়ীর জরিমানা ও ফল ধ্বংস

কালিহাতীতে ১৩ ব্যবসায়ীর জরিমানা ও ফল ধ্বংস

প্রতিদিন প্রতিবেদক : কালিহাতীতে মেয়াদোত্তীর্ণ ফল বিক্রির অভিযোগে ১৩ জন ব্যবসায়ীকে তিন লক্ষ ৭০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ফলগুলো ধ্বংস করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার এলেঙ্গায বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানীর কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা পাইকারী ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ফল মজুদ রাখা ও বিক্রির অভিযোগে ব্যবসায়ী- আবু বকর সিদ্দিক (৫৯) কে পাঁচ হাজার, সুদেপ্ত পাল (২৫) কে দশ হাজার, গনেশ (৫০) কে পাঁচ হাজার, মোঃ জহিরুল হক শহীদ (৩২) কে পঞ্চাশ হাজার, মোঃ আন্তাজ আলী (৪৩) কে ত্রিশ হাজার, মোঃ রাসেল (৩০) কে পাঁচ হাজার, হৃদয় (২১) কে বিশ হাজার, মোঃ শেখ ফরিদ কে পঁচাত্তুর হাজার, রাজিব দাস (২৭) কে পঞ্চাশ হাজার, শরিফ মন্ডল (৩৩) কে দশ হাজার, মোঃ শফিকুল ইসলাম (৩১) কে পাঁচ হাজার, ভুবন সাহা (৪২) কে এক লক্ষ, হাজী নাজিম উদ্দিন (৪৮) কে পাঁচ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

একই সাথে স্থানীয়দের উপস্থিতিতে মেয়াদোত্তীর্ণ ফল ধ্বংস করা হয়।জরিমানার টাকা সরকারি কোষাঘারে জমা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840