মনির হোসেন কালিহাতি : কালিহাতী উপজেলার পৌলি নদীতে অবৈধ বালু বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে পাঁচ টি ড্রাম ট্রাক, দু্ইটি মোটর সাইকেল, একটি বেকু আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ডেনকো কোম্পানীর তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন ও রোকনুজ্জামান এর নেতৃত্বে উপজেলার পৌলি নদীতে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলি নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন ও বিক্রি করে আসছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এতে কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ ও সেতু হুমকির পড়ছে। এ কারনেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে।