সংবাদ শিরোনাম:
সোসাইটি ফর সোস্যাল সার্ভিস এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভুঁইয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ডিসি অফিসের সরোয়ারের প্রতারণার নতুন ফাঁদ, মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা ভূঞাপুরে সরকারি রাস্তার মাটি কাটার বিষয়ে তদন্তে সার্ভেয়ারের মন্তব্যে এলাকাবাসীর ক্ষোভ ! টাঙ্গাইল মাদকদ্রব্য অধিদপ্তরের ক্যাশিয়ার ফরিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মতবিনিময় টাঙ্গাইল সদর ৫ আসনের এমপি পদপ্রার্থী সাতিলের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ২৫ বছর পর এসডিএস’র টাকা ফেরত পেলো গ্রাহকরা ডিসি অফিসের সরোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে! অর্থ লুটের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা বরখাস্ত নাগরপুরে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা

কৃষিমন্ত্রীর জেলায় কৃষকের ধান কেটে দিলো শিক্ষার্থীরা

  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ১২০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কৃষিমন্ত্রীর জেলায় কৃষকের ধান কেটে দিলো ১৭ জন শিক্ষার্থী। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রমাণ করলো দেশে মানবতা এখনো আছে। নিজের কাজ নিজে করলে সম্মান কমেনা বরং বাড়ে।

শিক্ষার্থীরা আরো প্রমাণ করলে এ দেশ আমাদের সবার তাই দেশের দায়িত্ব সরকারের একার নয়। সকলের দায়িত্ব দেশের মানুষের পাশে দাঁড়ানো।

কালিহাতীর কৃষকের ধান কেটে শিক্ষার্থীরা শুধু কৃষকের নয় সারা দেশে তথা সারা বিশ্বে টাঙ্গাইল জেলার জন্য সম্মান এনে দিলো।

টাঙ্গাইলের শিক্ষার্থীদের মতো প্রতিটি জেলার শিক্ষার্থীরা এগিয়ে এলে কৃষক তাদের ধানের ন্যায্য মূল্য পাবে এবং মুজুরী কম দিয়ে সহজেই ধান ঘরে তুলতে পারবে।

টাঙ্গাইল প্রতিদিন-এর পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানান ধন্যবাদ, শুভেচ্ছা ও স্বাগত।

এর পূবের্ ধান কাটা মুজুরীর তুলনায় ধানের মূল্য কম হওয়ায় ক্ষেতে আগুন লাগিয়ে দেয় কৃষক।

পরে বিভিন্ন গণমাধ্যমে জানাজানি হলে কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের আব্দুল মালেকের ধান কেটে দিয়েছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ মে) দুপুরে জেলার সরকারি সা’দত কলেজ, মাওলানা মোহাম্মদ আলী কলেজ, লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজসহ বেশ কয়েকটি কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা আব্দুল মালেকের ক্ষেতে ধান কেটে দেন।

শ্রমিকের মূল্য বৃদ্ধি ও ধানের দাম কম হওয়ায় আব্দুল মালেক প্রতীকি প্রতিবাদ হিসেবে তার ধান ক্ষেতে আগুন দেয়। এ ঘটনাটি দেশব্যাপি আলোড়ন সৃষ্টি করে।

ধান কাটতে আসা লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের শিক্ষার্থী মো. রাফি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি শ্রমিকের মূল্য প্রতি মণ ধানের মূল্যের চেয়ে বেশি হওয়ায় ধান ক্ষেতে আগুন ধরিয়ে প্রতিবাদ করেছেন এক কৃষক। মানববিক কারণে আমরা মালেক কাকার ক্ষেতে ধান কেটে দিয়েছি।

মাওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী মো. আল আমিন জানান, ধানের দামের তুলনায় ধান কাটা শ্রমিকের মূল্য অনেক বেশি। প্রায় দেড় মন ধানের দাম দিয়ে একজন ধান কাটা শ্রমিকের মজুরি হয়। সেই দিক বিবেচনা করে আমরা ধান কেটে দিয়েছি।

একই কলেজের শিক্ষার্থী মো. সুজন জানান, ধান কাটা শ্রমিকের মূল্য বেশি হওয়ার পরও শ্রমিক সংকট রয়েছে। ফলে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছে অনেক কৃষক। সেই জন্য আমরা বিভিন্ন কলেজ থেকে এসেছি মালেক মিয়াকে সহযোগিতা করার জন্য।

আব্দুল মালেক জানান, আসলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। শ্রমিক না পাওয়ায় ও ধানের দাম কম হওয়ায় প্রতিবাদ স্বরুপ তিনি ক্ষেতে আগুন দেন। শিক্ষার্থীরা আমার ক্ষেতের ধান কেটে দেয়ায় আমি অনেক খুশি।

উল্লেখ্য, গত রোববার (১২ মে) দুপুরে কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা এলাকার আব্দুল মালেক সিকদার নামের এক কৃষক ধানের ন্যায্য মূল্য না পেয়ে নিজের পাকা ধানে আগুন দিয়ে অভিনব প্রতিবাদ জানান।

মালেক সিকদারের এই প্রতিবাদে বিস্ময় প্রকাশ করেছেন এলাকার অধিকাংশ কৃষক। পাকা ধানে আগুন দেখে অনেকেই ছুটে আসেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme