মো.নূর আলম গোপালপুর : গোপালপুর উপজেলার মোহনপুর বাজারে মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসক শহিদুল ইসলামের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস কুমার পাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস ,ভূমি কর্মকর্তা মোঃ গোলাম রেজা মাসুম প্রদান সহকারী ভুমিকর্মকর্তা আজিজুল ইসলাম এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান অভিযানে সড়কের পাশে মনোহারি দোকান, চায়ের দোকান, ঔষধের দোকান, কাপড়ের দোকান, ষ্টুডিও সহ নিদিষ্ট কয়েকটি পাট গুড়িয়ে দেয়া হয়।এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।