মো.নূর আলম গোপালপুর : গোপালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ. এম. শহিদুল ইসলাম,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাজাহান কবির, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তুষার সাহা,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মোস্তফা কবির, উপজেলা সাব-রেজিষ্টার মো. নোয়াজ মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন,
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা খাতুন, উপ-সহকারি কৃষি অফিসার মো. নুরুল ইসলাম, মো. আবু কায়সার রাসেল, মো. সোলায়মান মিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করে।