প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিকের সভাপতিত্বে মঙ্গলবার ২২শে জুন ১১টায় অনুষ্ঠিত সভায় গোপালপুর বণিক সমিতি, গোপালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ আলীম আল রাজী প্রমুখ ।
বক্তারা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনামুলক প্রচারনার উপর গুরুত্বারোপ করেন। সকলের মাস্ক পরিধান নিশ্চিত করা, জনসাধারনের অযথা চলাফেরা ও আড্ডা বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন ।