মো.নূর আলম গোপালপুর : গোপালপুরে খন্দকার ফজলুল হক বেঙ্গুলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে কলেজ মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান হয়েছে।
খন্দকার আজিজুল হক প্রতিষ্ঠাতা অত্র কলেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-২ আসনের সাংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এর সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি,
হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, আলম নগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমেন, কলেজের পক্ষ থেকে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ, ও অতিথিদের ক্রেস্ট উপহার দেওয়া হয়।
উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক ও শিক্ষিকা ছাত্র ছাত্রী বৃন্দ, ও এলাকার সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।